আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি বড়দলে জমিজমা নিয়ে প্রতিপক্ষের মারপিটে স্বামী স্ত্রীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। গতকাল সকালে এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল ইউনিয়নে। থানায় লিখিত অভিযোগে জানা গেছে দক্ষিণ বড়দল গ্রামে মৃত অধর চন্দ্র মন্ডলের পুত্র গোবিন্দ মন্ডলের সাথে একই গ্রামের পরিতোষ মন্ডলের পুত্র দীপক মন্ডল ও কালিপদ সরকারের পুত্র সুবোল সরকার জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ সৃষ্টি করে আসছে।
ঐ জমি জবর দখল নিতে বিভিন্ন ভাবে যড়যন্ত্র করে হয়রানি ও ক্ষয়ক্ষতি করে আসছে। ঘটনার দিন গোবিন্দ মন্ডল শান্তিপূর্ন দখলে থাকা খরিদকৃত সম্পত্তিতে নির্মানাধীন দোকানঘর ছাউনি দিতে গেলে একাধিক মামলার আসামী এলাকার ত্রাস মেম্বর দেব্রত এর নির্দেশে দিপংকর মন্ডলের নেতৃত্বে সুবোল মন্ডল, সুশংকর মন্ডল ও তার দলবলের লোকজন দা, লাঠিসোটা ও লোহার শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ কাজে বাধা সৃষ্টি করলে গোবিন্দ মন্ডলের পুত্র দীপক মন্ডল প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকলে তার পিতা গোবিন্দ মন্ডল ও মাতা তুলসী রানি মন্ডল ঠেকানোর চেষ্টা করলে তাদেরকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করে। ঐ সময় দখলের চেষ্টাকারীরা জমির দখলের ঘেরাবেড়া কেটে ৫ হাজার টাকার ব্যাপক ক্ষতি সাধন করে। ১ হাজার ৫শ টাকা মূল্যের গোবিন্দোর স্ত্রীর হাতের শাখা ভেঙে দেয়, গলায় থাকা ৮ আনা ওজনের ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
জখমীদের মধ্যে পুত্র দীপক মন্ডলকে আশাংকা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত গোবিন্দ মন্ডল বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন। দরখাস্ত পেয়ে থানা অফিসার ইনচার্জ মু. গোলাম কবির এস আই জাহাঙ্গীরকে সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।