নিজস্ব প্রতিনিধি :
আশাশুনি প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা,সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল,সদস্য গোলাম মোস্তফা,বাহবুল হাসনাইন, সোহরাব হোসেন, নূর আলম, মইনুল ইসলাম ফায়জুল কবীর প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে থাকে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে ‘তথ্য জনগণের পণ্য’। ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।