আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার প্রতাপনগরে টিসিবির মালামাল বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ পণ্য বিক্রয় করা হয়। ইউনিয়নের মানুষ পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধ ভেঙ্গে নদীর পানিতে প্লাবিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
এসব মানুষদের মাঝে স্বল্প ও ন্যায্য মূল্যে তেল, ডাল, চিনিসহ বিভিন্ন পণ্য বিক্রয় করা হয়। পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।