হোম অন্যান্যসারাদেশ আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত সহ ৫ আসামী আটক

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে আটক করেছে। গতকাল রাতে সাহসী মাদক ও সন্ত্রাসের আতঙ্ক থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ওসি তদন্ত জাহাঙ্গীর হোসেনেরে সার্বিক সহযোগিতায় থানা পুলিশ এলাকার আইন শৃঙ্খলা রক্ষা বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল থানার নিয়মিত মামলার আসামী গ্রেপ্তার করা সহ মাদক দ্রব্য উদ্ধারে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

থানা পুলিশের অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নবাব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ০৬(১১)২০২২ নং মামলার আসামী খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের ইয়াকুব আলী সরদারের পুত্র রমজান আলী(২৫)কে আটক করে। একই দিনে এসআই নুর নবী সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর ৩১৮/১৯ নং গ্রেপ্তারি পরোয়ানা আসামী বড়দল গ্রামের সাইদের স্ত্রী সালেহা খাতুন(৫৬) কে আটক করে।

এদিকে এএসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সিআর ৬৮/১৯ নং মামলার ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত ও ৯ লক্ষ ৮০ হাজার টাকার জরিমানার পলাতক আসামী বড়দল বুড়িয়া গ্রামের মকর আলী গাজীর পুত্র সিরাজুল ইসলাম গাজী(৪৫) কে আটক করেন। এছাড়া এএসআই মোজাফফার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিআর ০৩/২২ নং মামলার গ্রেপ্তারি পরোয়ানা আসামী আনুলিয়া ইউনিয়নের নাকাগোদারগাট গ্রামের মৃত আমের আলীর পুত্র হাফিজুল ইসলাম(৪০) ও মফিজুল ইসলাম(৪৫)কে গ্রেপ্তার করেন। আটককৃত আসামীদের গতকাল সকালে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন