এমএম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বুলবুল সানা ওরফে বুলি (৪৫)কে আটক করা হয়েছে।আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে এএসআই মোঃ কায়ছারুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই ফনিভূষন সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫শত গ্রাম গাঁজা সহ আসামী কাদাকাটি ইউনিয়নের গাবতলা কাটাকাটি গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে বুলবুল সানা ওরফে বুলিকে গোপন সংবাদের ভিত্তিতে বুধহাটা বাকা গামী পাঁকা রাস্তা হতে গ্রেফতার করাা হয়।
এ সংক্রান্তে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৭(০৭)২০২০ মামলা রুজু হয়েছে। সোমবার দুপুরে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।