আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জুয়ারী আটক হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে শুক্রবার গভীর রাতে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে শনিবারে এসআই হাসানুজ্জামান, এসআই ফরিক জুয়েল রানা ও এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদরে ভিত্তিতে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে মধ্যম একসরাগ্রামের মুজিবর মোল্লার পুত্র, আসামী ১. মোঃ সাইফুল মোল্লা (২২), একই গ্রামের মাজেদ মোল্লার পুত্র পিতা- ইস্রাফিল আলম ময়না (২৬), একই গ্রামের আজিজ মোল্লার পুত্র আরিফুল ইসলাম (২৩), একই গ্রামের শহিদুল ইসলাম গাজী পুত্র শরিফুল ইসলাম (২৭), গফফার গাজীর আলমগীর গাজী (২৮), কালিপদ দাসের পুত্র মহানাথ দাশ (২৮), পিতা-কালিপদ দাশ, উভয় আসামিদেরকে মধ্যম একসরা গ্রামের জনৈক মোঃ সাইফুল মোল্লা (২২), পিতা-মুজিবর মোল্লা এর বসত ঘরের ভিতর, হইতে হানেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে থানায় জুয়া আইন এর ১৭(৬)২০২০ মামলাটি দায়ের করা হয়। আসামীদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়।