আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি থানা নবাগত ওসি মোঃ মোমিনুল ইসলাম পিপিএমকে খাজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বর সাইফুল্লাহ ইসলাম বাচ্চু এ ফুলেল শুভেচ্ছা জানিয়ে ও মতবিনিময় করেছেন।
গতকাল সকালে আশাশুনি থানা নবাগত ওসি মোমিনুল ইসলাম পিপিএম ’র কার্যালয়ে হাজির হয়ে নবনির্বাচিত মেম্বর সাইফুল্লাহ ইসলাম বাচ্চু এ ফুলেল শুভেচ্ছা প্রদানের পর মত বিনিময় করেন।
এ সময় নবাগত ওসি সমিতির সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ দিয়ে বলেন ন্যায় নিষ্ঠার সাথে যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্য দোয়া আর্শিবাদ ও সার্বিক সহযোগিতা কামনা করি। আমি সার্বিক সহযোগিতা নিয়ে মাদক সন্ত্রাস মুক্ত আশাশুনি মডেল থানা গড়তে চাই। আমি শুনেছি আশাশুনির মানুষ অত্যান্ত ভাল। সকল অন্যায় অপরাধে প্রশাসকে সব সময় সহযোগিতা দিয়ে থাকেন। আমার কাছে কাজে কাউকে সাথে করে আসা লাগবে না। ওসির দরজা সব সময় সকলের জন্য উন্মুক্ত। কেউ যেন আইনি শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সে জন্য সকল সজাগ থাকার আহবান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ সভাপতি এমএম সাহেব আলী, সমাজ সেবক সাইফুল ইসলামসহ নব নির্বাচিত মেম্বর সাইফুল্লাহ ইসলাম বাচ্চুর সমর্থক বৃন্দ।