এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, নির্দেশনা মোতাবেক মুজিববর্ষে ভূমিহীনদের মাঝে নতুন গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার, সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ খান, সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক, আলমগীর আলম লিটন, স ম সেলিম রেজা মিলনসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রকৃত ভূমিহীন (যাদের কোন জমি নেই- ‘ক’ শ্রেণিভুক্ত) এমন পরিবারের তালিকা করা, খাস জমি নির্বাচন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে সরকারি অর্থে গৃহনির্মান করে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সাথে সাথে নির্মান কাজের অগ্রগতি, গুণগত মান, কাজের ধরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
s
