আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের হিজলিয়া কোলা এর ঝুকিপূর্ন ভেড়িবাধ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, মীর আলিফ রেজা । তিনি মঙ্গলবার সকালে ঝুকিপূর্ন এ বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর উপ বিভাগীয় প্রকৌশলী নাহিদুল ইসলাম, জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ ও সি,পি,পি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি জানান ঝুকিপুর্ণ বাঁধগুলোতে মেরামতের কাজ শুরু হয়েছে । দ্রুত অন্যান্য স্থানের ঝুকিপুর্ণ বাঁধগুলোতেও মেরামতের কাজ করা হবে।