হোম অন্যান্যসারাদেশ আশাশুনি গ্রামপুলিশদের মাঝে পোশাক বিতরন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে ২০২১- ২০২২ অর্থবছরের গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামদি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১০৬ জন পুরুষ ও দুইজন মহিলা গ্রাম পুলিশসহ সর্বমোট ১০৮ আট জনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করে।

বিতরনকালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান , আরডিও বিশ্বজিৎ ঘোষ, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম এম সাহেব আলী, সাংবাদিক আসলাম লিংকন প্রমুখ।

গ্রামপুলিশদের মাঝে বিতরনকৃত সরঞ্জামদির মধ্যে ফুলশার্ট ১০৬ পিস, হাফশার্ট ১০৬ পিস, ফুলপ্যান্ট ২১২ পিস, দফাদারদের ব্যাচ ২২ পিস, মহল্লাদারদের পোল্ডার ব্যাচ ১৯০ পিস, কাপড়ের জুতা ১০৮ জোড়া, বেল্ট ১০৮ পিস, শাড়ি ০৪ পিস, ব্লাউজ ০৪ পিস, পেটিকোট ০৪ পিস, জ্যাকেট ১২৬ পিস,উলের জামা ১৬ পিস, লাইনার বাঁশি ১০৮ পিস, চার্জার টস লাইট ১০৮পিস, বেতের লাঠি ১০৮ পিস , মাথার ক্যাপ ১০৮ পিস,ছাতা ১০৮ পিস ,কার্ডিগান (মহিলা)০৪ পিস, রেইনকোট ১০৮ পিস প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন