আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
বাংলাদেশ খ্রিষ্টান এ্যাসোসিয়েশন আশাশুনি উপজেলার সভাপতি মাইকেল সরকার কর্তৃক তার ছোট ভাই আগষ্টিন সরকারকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়াগেছে। এ নিক্কার জনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খ্রিষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক তাকে গ্রেফতারের দাবী জানানো হয়েছে। তাছাড়া সভাপতির পদ থেকে অবিলম্বে বহিষ্কার করার অনুরোধ জানিয়ে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ খ্রিষ্টান এ্যাসোসিয়েশন আশাশুনি উপজেলা শাখার নেতৃবৃন্দ ও বড়দল ইউনিয়নবাসী।
এ ব্যাপারে তথ্য অনুসন্ধানে আর বড়দল খ্রিষ্টান পাড়ার বিভিন্ন ব্যক্তি বর্গের সাথে কথা বলে জানাগেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত সুধান্য সরকারের পুত্র বাংলাদেশ খ্রিষ্টান এ্যাসোসিয়েশন আশাশুনি উপজেলার সভাপতি মাইকেল সরকার ও তার ছোট ভাই আগষ্টিন সরকারের সাথে পারিবারিক দন্দ চলে আসছিল। এরই জের ধরে গতকাল বিকালে ছোট ভাই আগষ্টিন সরকারকে হত্যা করার পরিকল্পনা নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। তার অবস্থা আশঙ্কা জনক এবং অনেক রক্তক্ষরন হওয়ার ফলে মৃত ভেবে মারপিট কারীরা বড় ভাই মাইকেল সরকার তাকে ফেলে রেখে দ্রুত নিজেকে বাঁচাতে সেখান থেকে চলে আসে। পরে আশেপাশের লোকজন খবর পেয়ে তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা শহরের একটি ক্লিনিকে ভর্তি করে।
উল্লেখ্য, তাদের বাড়ি বড়দলের জামালনগর হলেও বর্তমানে তারা ঢাকাতে বসবাস করে। সেখানে বসবাস করা অবস্থায় দুই ভাইয়ের পারিবারিক দন্দের জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে বড়দল খ্রিষ্টান এ্যাসোসিয়াশনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
