হোম অন্যান্যসারাদেশ আশাশুনি খাজরায় ভুমিদস্যু সামাদ বাহিনী কর্তৃক সংখ্যালঘু পরিবারের মৎস্যঘের জবর দখল ও লুটপাট মারপিটে আহত-১

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি খাজরায় ভুমিদস্যু সামাদ বাহিনী কর্তৃক সংখ্যালঘু পরিবারের মৎস্যঘের জবর দখল ও লুটপাট মারপিটে একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার খাজরা ইউনিয়নে রাউতাড়া গ্রামে মৎস্যঘেরে। এ ব্যাপারে থানায় লিখিত এজাহার সুত্রে জানাগেছে রাউতাড়া গ্রামের মৃত নিত্যানন্দ মন্ডলের পুত্র ভবতোষ মন্ডলের রাউতাড়া বিলে নিন্ম তপশীল বর্নিত পৈত্রিক সম্পত্তি ৬০ বছরের অধিক কাল শান্তিপূর্নভাবে ভোগ দখলে রেখে ধান করে আসছিলো। পরবর্তিতে উক্ত জমিতে মৎস্যঘের পরিচালনা করে আসছে। কিন্তু বেশ কিছু দিন পূর্বে একই গ্রামের কওছার ঢালীর পুত্র সামাদ ঢালীর নেতৃত্বে কালিদাশ গং’রা উক্ত মৎস্য ঘেরের মধ্যে জমি পাবে দাবী করে ঘের ছেড়ে চলে যাওয়ার জন্য সংখ্যালঘু পরিবারটিকে হুমকী ধামকী দিয়ে আসছিলো। এ ব্যাপারে পরিতোষ কুমার বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৎস্যঘেরে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে কাগজ পত্র নিয়ে থানায় হাজির হওয়ার কথা বলে আসে। উভয় পক্ষ থানায় হাজির হলে পুলিশ কাগজ পত্র দেখাতে বললে বাদী পক্ষ পরিতোষ মন্ডল তার স্বপক্ষে মৎস্য ঘেরে কাগজ পত্র দাখিল করেন। কিন্তু প্রতিপক্ষ কালিদাশ গং’রা সামাদের সহযোগিতায় তাদের স্বপক্ষে জমির তেমন কোন কাগজ দেখাতে পারিনি। ফলে পুলিশ ওই জমিতে তাকে যেতে নিষেধ করেন ও শান্তি শৃঙ্কলা বজায় রাখতে বলেন। কিন্তু সে থানা পুলিশের নির্দেশনা অমান্য করে সংখ্যালঘু পরিবারের মৎস্যঘেরটি জবর দখলের পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন সংখ্যা লঘু পরিবারের পুরুষ সদস্যরা বাড়ীতে না থাকার সুযোগে এলাকার ত্রাশ ভূমিদস্যু নাশকতা সৃষ্টিকারী একাধিক মামলার আসামী সামাদ ঢালীর নেতৃত্বে সালাম ,কালাম, কেরামত ঢালী, কওছার শাহা, কালিদাশ মন্ডল, মনিন্দ্র মন্ডল, সন্তোষ মন্ডল, প্রবোধ ওরফে পরিতোষ মন্ডল, অভিমান্য মন্ডল, যোগিন্দ্র নাথ মন্ডল, শ্রীকান্ত মন্ডল, রমেশ মন্ডল সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংখ্যা লঘু পরিবারের জবর দখল করে জাল টানা দিয়ে বাগদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির আনুঃ ৬০হাজার টাকার মাছ লুটপাট করে নিতে থাকে। খবর পেয়ে পরিতোষের স্ত্রী বাধা দেওয়ায় তাকে বেপেরোয়া মারপিট করে কাপড় চোপড় ছিড়ে ছুটে শ্লীলতাহানী ঘটানোসহ তার গলায় থাকা ৬০হাজার টাকার মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে পরিতোষ কুমার বাদী হয়ে ভূমি দস্যু সামাদকে প্রধান আসামী করে ১৯জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে বাদী এ প্রতিবেদকে জানান। এ ঘটনায় মামলা মোকদ্দমা না করার জন্য সংখ্যা লঘু পরিবারটির হুমকী ধামকী দিয়ে যাচ্ছে মৎস্যঘের জবর দখলকারী ভূমি দস্যু বাহিনীর সদস্যরা। ফলে ওই পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় দিনকাটাচ্ছে। এলাকাবাসী তাদের গ্রেফতারের জোর দাবী জানিয়ে থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন