হোম অন্যান্যসারাদেশ আশাশুনি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের সাথে ডিআরআরও কর্মকর্তার মতবিনিময়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল বাসেত এর সাথে মতবিনিময় করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

বুধবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের উপস্থাপনায় দুর্যোগকালীন সময়ে উপজেলার উপকারভোগীদের নিকট সরকারের সুফল পৌঁছে দেয়ার লক্ষ্যে আলোচনা করা হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান মোস্তকিম বলেন আশাশুনি উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আশাশুনি উপজেলার বিস্তৃীর্ণ এলাকা ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। এই দুর্যোগকালীন সময়ে সরকারের গৃহীত কার্যক্রম আরো বেশি করে যাহাতে প্রান্তিক পর্যায়ের মানুষ পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন