এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) কার্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরা পিটিআই এর সুহকারী সুপারিনটেন্টডেন্ড। রবিবার (২৮ ফেঢব্রæয়ারি) সকালে তিনি আশাশুনিতে আগমন করেন। পিটিআই এর সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ আকবর হোসেন ইউআরসি অফিস পরিদর্শনকালে সেন্টারের কার্যক্রম, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত উপকরণ, অবকাঠামো ও অফিসের ভেতর বাইরের পরিবেশ পর্যবেক্ষণ ও খোঁজ খবর নেন। তিনি অফিসের বিভিন্ন রেজিস্ট্রার যাচাই করেন। অফিস, প্রশিক্ষণ কক্ষ এবং ফুলের বাগানসহ সার্বিক অবস্থা ও কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন। এসময় ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈমান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্যাপশান ঃ আশাশুনি ইউআরসি কার্যালয়পরিদর্শন করছেন পিটিআই এর সহকারী সুপার আকবর হোসেন।