হোম ফিচার আশাশুনি আনুলিয়ায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ওয়াপদা বাঁধ অবৈধ ভাবে কেটে কল বসিয়ে লোনা পানি উত্তোলন করায় যেকোন মুহুর্তে এলাকা প্লাবিত হওয়ার আশাংখা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি আনুলিয়ায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ওয়াপদা বাঁধ অবৈধ ভাবে কেটে কল বসিয়ে লোনা পানি উত্তোলন করায় যেকোন মুহুর্তে এলাকা প্লাবিত হওয়ার আশাংখা রয়েছে। ফলে এলাকাবাসী চরম ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়ে নিঃস্ব হয়ে পড়বে। তাই এলাকাবাসী এই দূর্যোগের মুখে যাতে না পড়ে সেদিকে উর্দ্ধতন প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবী আনুলিয়া ইউনিয়নবাসীর।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড এর নিকট আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন এর স্মরণপুর গ্রামবাসীর পক্ষে জনস্বার্থে উপজেলা ভ‚মিহীন নেতৃবৃন্দদের সাথে নিয়ে যুবলীগ নেতা সমাজ সেবক এসমত তোহা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে লিখিত অভিযোগে জানাগেছে প্রভাবশালী ব্যক্তিরা তাদের নিজ স্বার্থে অবৈধ ভাবে উপজেলার আনুলিয়া ইউনিয়ন এর স্মরণপুর মৌজার ৭/২ নং পোল্ডারের কপোতাক্ষ নদীর পশ্চিম পার্শ্বে অবস্থিত প্রাকৃতিক দূর্যোগে চরম ক্ষতিগ্রস্থ ভাঙ্গন ওয়াপদা ভেড়িবাধ কেটে কল বসিয়ে লোনা পানি উত্তোলন করে মৎস্য চাষ করায় যেকোন মুহুর্তে ঝ‚কিপূর্ন ভেড়িবাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার আশাংখা রয়েছে। ফলে উক্ত ওয়াপদা ভেড়িবাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হলে কাচা ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ধান্য ফসলীয় জমি, গাছপালা মৎস্যঘের সহ জান মালের মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে। এতে আনুলিয়া ইউনিয়ন বাসীর রাত কাটছে চরম আতংকে।

এলাকাবাসী চরম ক্ষতিগ্রস্থ হওয়ার আগেই অবৈধ ভাবে ভেড়িবাধ কেটে লোনা পানি উত্তোলনকারী প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা সহ ঝুকিপূর্ন ভাঙ্গন ভেড়িবাধ রক্ষার জোর দাবী জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আনুলিয়া ইউনিয়নবাসী ও আশাশুনি উপজেলা ভ‚মিহীন সমিতির নেতৃবৃন্দ।

উল্লেখ্য এলাকার সাধারন মানুষের জমিজমা ও সরকারি জলমহাল খাসজমি অবৈধভাবে জবর দখলকারী প্রভাবশালী ব্যক্তি ও ভ’মি দস্যুদের বিরুদ্ধে ইতিপূর্বে ব্যবস্থা গ্রহন না করায় বাবরই পার পেয়ে যাচ্চে তারা। ফলে লাগামগীন ভাবে দখলবাজিসহ তাদের অবৈধ কর্মকান্ড বেড়েই চলেছে। এদের বিরুদ্ধে কঠোর আইনীগত গ্রহন না করলে এলাকাবাসী চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে দিনের পর দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন