হোম অন্যান্যসারাদেশ আশাশুনির সাংবাদিক সাহেব আলীর মায়ের দাফন সম্পন্ন

আশাশুনির সাংবাদিক সাহেব আলীর মায়ের দাফন সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি উপজেলা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক এমএম সাহেব আলীর মাতা ও আশাশুনি সদরের মৃত আব্দুল মাজেদ মোড়লের স্ত্রী ছবিরন বিবি (৭২) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন হয়েছে। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার পৌত্র হাফেজ সৌরভ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, শ্রমিকলীগ সভাপতি ঢালী সামছুল আলম, সাবেক ছাত্রনেতা হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক আবু জাহেদ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আশাশুনি পুরাতন মসজিদের ইমাম শিক্ষক আবুজার গিফারী, মাও: আবুল কাশেম, থানা জামে মসজিদের ইমাম প্রভাষক বাকী বিল্লাহ, প্রভাষক মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, সেক্রেটারি প্রভাষক ইয়াহিয়া ইকবাল, প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন, প্রভাষক ফিরোজ আহম্মেদ, বিএনপি নেতা নুরুল হক, আকবর আলী, রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, ইমাম মাও: মইনুল ইসলাম, কাদাকাটি ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি ইউপি সদস্য অমৃত সানা, দরগাহপুর ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি জিন্নাত হোসেন (জিন্দা), বড়দল ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন রাজুসহ সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক এমএম সাহেব আলীর মাতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আশাশুনিস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ৪পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ¦ মাওঃ আবুল কাশেম। এর আগে সাংবাদিক সাহেব আলীর মায়ের মৃত্যুর খবর শুনে ঐ রাতেই মরহুমার বাস ভবনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টাস ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএম আহসান হাবিব, জাতীয় পার্টির সেক্রেটারী ইয়াহিয়া ইকবাল, প্রভাষক মিজানুর রহমান, শাহাদাত হোসেন টিটল, খুলনা সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হোসেনুজ্জামান হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সহ-সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, সদস্য বাহবুল হাসনাইন, এম হাবিবুল্লাহ বিলালী, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে কিছুক্ষন সময় কাটান ও মরহুমার রুহের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন