হোম অন্যান্যসারাদেশ আশাশুনির শ্রীউলায় ভাঙ্গনের কবলে পড়া মুক্তিযোদ্ধার লাশ অবশেষে উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আশাশুনির শ্রীউলায় ভাঙ্গনের কবলে পড়া মুক্তিযোদ্ধার লাশ অবশেষে উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কর্তৃক
০ মন্তব্য 93 ভিউজ

এমএম সাহেব আলী, আশাশুনি :

আশাশুনি উপজেলার শ্রীউলায় ভাঙ্গন কবলিত এলাকায় নদীর টানে ভেসে গিয়ে এক মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা-গেছে, আশাশুনির শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামাদ সানা ওরফে পীর আলী (৬৫) সুপার সাইক্লোন আম্ফানে ভেড়ী বাঁধ ভেঙ্গে বাড়িঘর প্লাবিত হলে স্ব-পরিবারে ভেড়ী বাঁধে বসবাস করেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তিনি ভিটে বাড়ি দেখতে পায়ে ভাঙ্গন কবলিত হাজরাখালী পার হয়ে ওপারে নিজ ভিটাবাড়ী দেখতে যাচ্ছিল।

পারাপার হওয়ার সময় হঠাৎ করে পড়ে গেলে খোলপেটুয়া নদীর ভাটার প্রবল টানে তাকে ভাসিয়ে নিয়ে যায়। পাশে বাঁধ বাঁধার কাজের শ্রমিকরা টের পেয়ে দ্রুত এগিয়ে গেলেও তাকে আটকাতে পারেনি। মুহুর্তের মধ্যে মধ্যে তার দেহ হারিয়ে যায়। খবর পেয়ে বেলা ১০.৩০ টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গেলেও তার কোন হদিছ করতে পারেননি।

তাছাড়া ঐদিন রাতভর ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোন সন্ধান পায়নি। ধারনা করা হচ্ছে টানে পানি ডুবে তার মৃত্যু হয়েছে এবং মৃতদেহ নদীর দূরবর্তী এলাকায় চলে গেছে। ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, এলাকার মানুষ তাকে অনেক খোজাখুজি করলেও খোজ পায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধারে চেষ্টা রেও খোজ পায়নি। তবে অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে নদীর চরে পড়ে থাকা মৃত্যু হওয়া মুক্তিযোদ্ধা সামাদ সানার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ ও স্থানীয় লোকজন নিয়ে উদ্ধার করে নিহতের বাড়ীতে নিয়ে আসে।

পরে প্রশাসনকে খবর দিলে জুম্মাবাদ জানাযার নামাজ শেষে মৃত মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন