আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বুড়াখারাটি বালির মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজার বণিক সমিতি ও বকচর রেরেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাব খেলার আয়োজনে জাকজমক পূর্ন এক দিনের প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করছেন।
প্রধান অতিথি হিসাবে খেলা উপস্থিত থেকে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। খেলায় নাকতাড়া বাজর বণিক সমিতিকে ২-০ গোলে পরাজিত করে বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাব জয়লাভ করেন। বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দিচ্ছেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল ।
এসময় খেলায় উপস্থিত ছিলেন বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক আলম হোসেন, বাজার বণিক সমতির সম্পাদক জুলফিকার আলি বাদল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ খেলায় শত শত দর্শকের সমাগমে মাঠ পরিপূর্ন হয়ে উঠে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সঞ্জয় মিশ্র।
