হোম অন্যান্যসারাদেশ আশাশুনির শ্রীউলায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির শ্রীউলায় স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা’র ৭ বর্ষ পূর্তিতে শিক্ষাবৃত্তি, নবনির্বাচিত জনপ্রতিনিধির সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উদারতা’র দক্ষিনাঞ্চল প্রকল্প কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু।

উদারতা’র চেয়ারম্যান নিলিমা জিসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি দীপু বলেন, উদারতা নামক সংগঠনটি আম্ফানে বিধ্বস্ত শ্রীউলা ইউনিয়নে পানি বন্দি এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়েছিল, বর্তমানেও অনেক দৃশ্যমান সেবামূলক কাজ তারা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অতীতে তাদের কাজে বাঁধা দেওয়া হয়েছে বলে জানলাম, যা লজ্জাজনক কাজ। এখন থেকে উদারতাসহ সকল সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম আরো প্রসারিত করতে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন।

উদারতা’র পরিচালক শিমুল আহম্মদের সভাপতিত্বে ও শিক্ষক আবু সাইদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অজিয়ার রহমান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, নগেন্দ্র নাথ, আ’লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবনেতা আলাউদ্দীন লাকি, শিক্ষক শামিমুজ্জামান পলাশ, মোসলেম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপুকে উদারতা, শিক্ষক সমাজ ও যুবসমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন