আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে শোভনালী ইউনিয়ন পরিষদে বনাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শোভনালী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের মাঠে দিবসটি উদযাপনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,এক মিনিট নিরবতা পালন করা, দোয়াসহ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম.মোনায়েম হোসেন।
সাংবাদিক সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রভাষক জাকির হোসেন ভুট্টো, শাহাদাৎ হোসেন টিটল, ইউপি সদস্য মাষ্টার উদয় কান্তি বাছাড়, ইউপি সদস্য, আলমগীর হোসেন, আব্দুল হান্নান ,আব্দুল গফ্ফার ,ফারুক হোসেন, দীলিপ কুমার মন্ডল, আজিজুল ইসলাম , আব্দুল আজিজ, ওয়ার্ড আ’লীগের সভাপতি হাবিবুর রহমান হবি, সমাজ সেবক আক্তার হোসেন শাহীন,আবু শাহনেওয়াজ, ভূমিহীন সমিতির সভাপতি রজব আলী, সাধারন সম্পাদক মুনছুর আলী, কৃষকলীগ নেতা জিয়াউর রহমান প্রমুখ।
s
