আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির শোভনালীতে মৎস্য ঘের নিয়ে জামায়াত শিবির ক্যাডারদের হামলায় আ’লীগ নেতা ইউপি সদস্য আজিজুর রহমানের গুরুতর আহত হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে দফাদারের বাড়ীর সামনে। থানায় দায়েরকৃত ইজাহার ও আহত মেম্বার জানান, শোভনালী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের পুত্র আজিজুর রহমানকে কুড়িকাহুনিয়া গ্রামের মৃত ওমর সরদারের পুত্র আবুল হোসেনের মাছের ঘেরের জমি নিয়ে বিরোধ ছিল। ওই দিন ১০.৩০ টার দিকে আবুল সরদার ইউপি সদস্য আজিজুর রহমানকে ফোন করে ঘেরের সমস্যা সমাধানের কথা বলে নজু দফাদারের বাড়ীর সামনে ওয়াপদায় আসতে বলেন। মেম্বর ঘটনাস্থলে উপস্থিত হলে পূর্ব শত্রæতার জের ধরে এলাকার ত্রাশ জামায়াত শিবিরের নেতাকর্মী আবুল হোসেন, শোভনালী গ্রামের কামাল সরদার, শাহিন, মনি সরদার, রবিউল সহ ৭/৮ জন মেম্বর আজিজুর রহমানকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম এবং শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তারা নগদ ৫২হাজার টাকা ও ১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যর একটি স্বর্ণের চেইন ও একটি আংটি ছিনিয়ে নেয়। স্বাক্ষীরা ঘটনাস্থলে পৌছলে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। গুরুতর জখমী মেম্বর আজিজুরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একদিন পর থানায় মামলা রেকর্ড করা হলেও হামলাকারীরা কেউই এখনো পর্যন্ত আটক হয়নি। তবে মেম্বরের উপর হামলার ঘটনায় জড়িদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানান এলাকাবাসী।