হোম অন্যান্যসারাদেশ আশাশুনির শোভনালিতে মৎস্য ঘের জবর দখলের চেষ্টা, মাছ লুটপাটে বাঁধা দেওয়ায় মারপিট করার অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির শোভনালিতে মৎস্য ঘের জবর দখলের চেষ্টা মাছ লুটপাটে বাঁধা দেওয়ায় মারপিট করার অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের বিলে মৎস্য ঘেরে।

এ ব্যাপারে মোমেনা খাতুনের লিখিত অভিযোগে ও তথ্য অনুসন্ধানে জানাগেছে গোদাড়া মৌজার বিএস ২৫নং খতিয়ানের ২৮২, ২৯৫, ৫৩২ ও ৬১৫ দাগসহ অন্যান্য দাগে গোদাড়া গ্রামের আলতাপ হোসেনের স্ত্রী মোমেনা খাতুন ও তার পুত্ররা খরিদা জমিতে শান্তিপূর্নভাবে মৎস্য ঘের করে আসছিলো। কিন্তু মৎস্য ঘেরে জমি পাবে দাবী করে একই গ্রামের কেরামত আলী সরদারের পুত্র আমান সরদারের স্ত্রী আছমা খাতুন জবর দখল করার পায়তারা করে আসছিলো।

পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন আমান সরদারের নেতৃত্বে মৃত গনি গাজীর পুত্র রুহুল আমিন গাজী, আমান সরদারের স্ত্রী আছমা খাতুন , রুহুল আমিনের পুত্র ইব্রাহিম গাজী , ইসমাইল গাজী আবুল হোসেন গাজীর স্ত্রী রহিমা খাতুন, পুত্র সোহরাব, সাইদুল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঘেরে মারার সরঞ্জামাদী নিয়ে ঘেরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ মারতে থাকলে এ খবর পেয়ে বাঁধা নিষেধ করায় মোমেনা খাতুনকে বেদম মারপিট করে জখম করে ঘেরটি জবর দখলকারীরা ৩০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় ঘের মালিক থানায় অভিযোগ করতে আসার আগেই জবর দখল কারীরা উল্টা থানায় ঘের মালিকদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

এ ব্যাপারে আমান সরদার ও তার স্ত্রী জানান ঘের তাদের মোমেনা খাতুনের পুত্র মোমিন সহ অন্যান্যরা তাদের ঘেরে মাছ মারার জন্য আমরা বাধা দেওয়ায় আমাদের উপর চড়াও হয় তারা । তার এরপর মোমেনা খাতুন বাদী হয়ে আামন ও তার স্ত্রীসহ ৮জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন শান্তি ভঙ্গের আশাংকা রয়েছে। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন