আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বড়দল কলেজিয়েট স্কুল সম্মেলন কক্ষে ইউনিয়ন কৃষকলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বড়দল ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আছাদুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব নীলকন্ঠ গাইনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য স ম আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ আলিম মোল্যা, উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার, সদস্য জবেদ আলী ,সালাউদ্দিন, সোহরাব হোসেন, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বিশ্বেসর সরকার, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আজগার আলী, সাধারন সম্পাদক সুব্রত কুমার মন্ডল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য সভাপতি আছাদুল ইসলাম ফকির ও নীলকন্ঠ গাইনকে সাধারণ সম্পাদক করে বড়দল ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়।