হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে মাদকাসক্ত স্বামীকে তালাক দেওয়ায় ক্ষিপ্ত হওয়ায় সাবেক স্ত্রীকে অপহরনের চেষ্টায় অভিযোগ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির বড়দলে মাদকাসক্ত স্বামীকে তালাক দেওয়ায় ক্ষিপ্ত হওয়ায় সাবেক স্ত্রীকে অপহরনের চেষ্টায় ব্যার্থ হয়ে দেখে নেওয়ার হুমকী প্রদান করায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি দায়ের করেছে। গতকাল রাতে এ ঘটনটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামে। এ ব্যাপারে রুমা খাতুন জানান জামালনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা সন্তান রুহুল আমিন গাজীর কন্যা রুমা খাতুনের একই গ্রামের সিদ্দিক গাজীর পুত্র নুর ইসলাম গাজীর সাথে বিগত ৬বছর পূর্বে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

জামাই মেয়ের সুখে রাখার জন্য কন্যার পিতা সাধ্যমত সাংসারিক আসবাবপত্রসহ আর্থিক সহায়তা প্রদান করে। তারা সংসার জীবনে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল এরই মধ্যে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। এরপর রুমার স্বামী নুর ইসলাম গাজী বিভিন্ন অসৎ সংগের সাথে মিশে জড়িয়ে পড়ে অন্ধকার জগতে সে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে। দিনের পর দিন নেশার পয়সা জোগাড় করতে বিভিন্ন যায়গায় চুরির ঘটনা ঘটায়।

এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া ঝাটি হতো সে নেশা করে বাড়ী ফিরে সময় অসময় স্ত্রীকে অত্যাচার নির্যাতন করতো। এর পরেও সংসার ও সন্তান কথা চিন্তা করে সকল অত্যাচার নির্যাতন নিরবে সহ্য করে আসছিলো। কিন্তু দিনের পর দিন মাদকাসক্ত স্বামীর এ অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়তে থাকে ফলে সহ্য না করেতে পেরে গত ১৪/০৭/২০২১ তারিখে মাদকাসক্ত স্বামীকে স্ত্রী রুমা খাতুন তালাক প্রদান করে সারা জীবনের জন্য স্বামী-স্ত্রী সম্পর্ক বিচ্ছেদ করে অনেক কষ্টে সাজানো সংসার ছেড়ে ৪বছরের শিশু পুত্রকে নিয়ে প্রিত্রালয়ে চলে আসে। বর্তমানে পিত্রালয়ে অবস্থানকালে স্ত্রীকে গত ২৬ জুন রাতে তার তালাকপ্রাপ্ত স্বামী নুর ইসলাম গাজী তার সঙ্গ পঙ্গদের নিয়ে অপহরনের চেষ্টা করে।

এ সময় রুমার পিতামাতাসহ আশপাশের লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া করলে অন্যান্যরা পারিয়ে গেলেও তালাকপ্রাপ্ত স্বামী নুর ইসলাম গাজীকে ধরে ফেলে। সে ধরা পড়ার পর বলে এবারের মত আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আর কখনো করব না আমাকে ছেড়ে দাও। তখন আটককারীরা থানা পুলিশসহ জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে তার অভিভাবদের ডেকে তাদের কাছে তাকে তুলেদেন। তালাক প্রাপ্ত স্বামী কর্তৃক হুমকী দেওয়ায় তার সাবেক স্ত্রী রুমা খাতুন বাদী হয়ে ১৫/০৭/২০২১ তারিখে আশাশুনি থানায় ৫৮৬নং একটি জিডি দায়ের করে করেন।

এ ব্যাপারে মাদকাসক্ত সাবেক স্বামীসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন রুমা ও তার পিতামাতা। রুমার পিতা রুহুল আমিন জানান এ ঘটনা ধামাচাপা দিতে নুর ইসলাম ও তার পরিবারের লোকজন গভীর ষড়যন্ত্র করে সাবেক স্ত্রী ও ত্রা পিতা ও চাচার বিরুদ্ধে মার পিটের মিথ্যা অভিযোগ এনে আশাশুনি থানায় একটি এজাহার দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন