হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে জমি জবর দখল নিয়ে প্রতিপক্ষের মারপিটে স্বামী স্ত্রীসহ একই পরিবারের গুরুতর আহত-৪

আশাশুনির বড়দলে জমি জবর দখল নিয়ে প্রতিপক্ষের মারপিটে স্বামী স্ত্রীসহ একই পরিবারের গুরুতর আহত-৪

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির বড়দলে জমি জবর দখল নিয়ে প্রতিপক্ষের মারপিটে স্বামী স্ত্রী সহ একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে আশাশুনির বড়দল ইউনিয়নে বাইনতলা গ্রামে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগে জানাগেছে বাইনতলা গ্রামের মৃত সিফাতুল্লাহ গাইনের পুত্র নজরুল ইসলাম গাইনের তপশীল বর্নিত স্বত্ত্বদখলীয় জমি দীর্ঘদিন যাবৎ জবর দখলের ষড়যন্ত্র করে আসছে প্রতিপক্ষরা। ঘটনার দিন পূর্ব পরিকল্লনা মোতাবেক একই গ্রামের মৃত বাবর আলী গাইনের পুত্র হত্যাসহ একাধিক মামলার আসামী এলাকার ত্রাস তোপা গাইনের নেতৃত্বে সাইদ গাইন, ইয়াছিন ,শহীদুল ইসলাম, মইনুর গাইনসহ ৬/৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা দলবদ্ধ হয়ে রাম দা, চাইনিজ কুড়াল, লোহার রড ,হাতুড়ীসহ ,লাঠিসোটা নিয়ে উক্ত নজরুল গাইনের স্বত্ত্ব দখলীয় জমি জবর দখল নেওয়ার চেষ্টা করে। এতে নজরুল গাইন বাঁধা দেওয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তাকে এলাপাতাড়ীভাবে মারপিট করেতে থাকে তার ডাক চিৎকার শুনে স্ত্রী হাফিজা খাতুন, পুত্র আরিফুল ইসলাম ও পুত্রবধু রিজিয়া খাতুন উদ্ধারে এলে তাদেরকেও এলোপাতাড়ীভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় মারপিট কারীদের মধ্যে তোপা গাইন আহত পুত্রবধুর কাপড় চোপড় ছিড়ে ছুটে শ্লীলতাহানী ঘটায়। ওই সময় সাইদ গাইন পুত্রবধুর গলায় থাকা ৫৭হাজার টাকা মূল্যের ০১ভরি ওজনের স্বর্ণের চেইন টান মেরে ছিড়ে নিয়েনেয়। এ খবর শুনে আশপাশের লোকজন ছুটে আসতে দেখে মারপিট কারীরা মামলা মোকদ্দমা না করতে জীবন নাশের হুমকী দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে আসা লোকজন আহতদেরকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আশাশুনি থানায় আহত নজরুল গাইন বাদী হয়ে ০৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর এএসআই মিলনকে ঘটনার তদন্ত করার নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেন। তবে ঘটনার তদন্তকালে পুলিশকে আশপাশের লোকজন জানান বিবাদীরা অত্যান্ত দুর্দান্ত প্রকৃতির তাদের বয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পায় না। গতকাল নজরুল গাইনের জবর দখল নিতে গেলে বাঁধা দেওয়ায় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানাগেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন