হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বেউলায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগে দেড় লক্ষাধিক টাকার মাছ নিধন

আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি :

আশাশুনির বেউলায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগে দেড় লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের হারুন সরদারের পুত্র লাভলু সরদার গত দু’বছর বেউলা পশ্চিম বিলে (চিলারডাঙ্গী) মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন।

বুধবার রাতে কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ মরতে শুরু করে। শুক্রবার ভোরে পাশের ঘের মালিক শেখ মিজানুর রহমান, ঘেরের মাছ লাফাতে দেখে তাকে খবর দিলে বিষ প্রয়োগের বিষয়টি বুঝতে পারেন।

এখবরে মালিক দ্রুত ঘেরে জাল ফেলে মাছ ধরা হয়। এ সময় রুই, কাতলা, মৃগেল, গ্লাস কার্প, ট্যাবলেটসহ বিভিন্ন প্রাতির ১৫/২০ মন মরা মাছ ধরা হয়। যার ক্ষতির পরিমান দেড় লক্ষাধিক টাকা। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে ঘের মালিক জানান।

S

সম্পর্কিত পোস্ট

মতামত দিন