এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনির বুধহাটায় বৈদ্যুতিক সক সার্কিটে গার্মেন্টস দোকান আগুনে পুড়ে ভষ্মিভুত হয়েছে। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে বাজারের এস.কে প্লাজা টার্স নামক কাপড়ের দোকানে এঘটনা ঘটে। দোকানের সত্বাধিকারী সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামের শেখ জাহিদ হাসান জানান, তিনি প্রতিদিনের ন্যায় ঘটনার কিছু আগে দোকানে বসে দোকান পরিচালনা করছিলেন।
হঠাৎ দোকানের বৈদ্যুতিক তার থেকে সক সার্কিটে আগুনের সুত্রপাত হয়ে দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়দের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডে দোকানের প্রায় ৫/৬ লাখ টাকার কাপড় পুড়ে ভষ্মিভুত হয়েছে। তার উপার্জনের একমাত্র প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় তিনি মানষিক ভাবে ভেঙ্গে পড়েছেন।