হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বুধহাটায় ঘেরাবেড়া ও গাছ কেটে ক্ষতিসাধনের অভিযোগ

 

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা স্বত্বদখলীয় জমিতে অনাধিকার প্রবেশ করে ঘেরাবেড়া ও কলাগাছ কেজে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পদ্মবেউলা গ্রামের মৃত এজহার আলি সরদারের পুত্র বিলায়েত হোসেন বেউলা মৌজায় ৭৬৬ খতিয়ানে ২১৩৮ দাগে ১.৫৫ একর জমি দীর্ঘকাল ভোগ দখলে আছেন। একই গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের পুত্র মোজাম্মেল হক ও তার পুত্র সাগর সঙ্গীয় লোকজন নিয়ে ঘটনার সময় দা, কুড়াল, লোহার রড ইত্যাদি নিয়ে উক্ত জমিতে অনাধিকার প্রবেশ করেন। এসময় তারা অনুমান ৫০ হাত মত ঘেরাবেড়া কেটে দেয় এবং অনুমান ৩০টি কলাগাছ দুমড়ে মুচড়ে কেটে অনুমাদন ১২ হাজার টাকার ক্ষতি করে। এরপর তারা জমির মালিককে মামলা না করতে হুশিয়ার করে দিয়ে বলে যে, মামলা করলে দুনিয়া থেকে সরিয়ে দেবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন