হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনির বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 117 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে আইন, শৃংখলা রক্ষা ও কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাজারের খেয়াঘাট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা বাজার ব্যবসায়ীদের আয়োজনে, সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিঃ সহকারী পুলিশ সুপার, (দেবহাটা আশাশুনি সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াছিন আলি।

অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবির, ওসি (তদন্ত) মোঃ মাহফুজুর রহমান। ব্যবসায়ী প্রভাস কুমার চুটুর সঞ্চালনায় সভায় বাজারের সকল ব্যবসায়ী, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সদস্য এস কে বাদশা, জ্বলেমিন হোসেন, সাংবাদিক ও ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বাজার বণিক সমিতি গঠনের লক্ষ্যে বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের নিয়ে স্ব স্ব সেক্টরের পৃথক পৃথক কমিটি গঠনের জন্য ৫ জন ব্যবসায়ীর উপর দায়িত্ব অর্পন করা হয়। প্রত্যেক কমিটি থেকে সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বণিক সমিতি গঠন করা হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন