এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এত্রাণ বিতরণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের তত্ত্বাবধানে ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বিধি মোতাবেক ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সকলকে সরকারি নির্দেশনা সম্পর্কে সতর্ক করেন। এসময় ট্যাগ অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।