এম,এম সাহেব আলী, আশাশুনি :
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাতে ইউনিয়নের খরিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে। পার খারিয়াটি গ্রামের উজ্জল পাড়ের কন্যা সুমাইয়া (৬) মায়ের সাথে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিল।
বিকাল ৬ টার দিকে তাদের ভ্যান মীর্জাপুর-পার খরিয়াটি সড়কে ঈদাগাহ ময়দানের কাছে পৌছলে সামনের দিকে থেকে দ্রæত গতিতে আসা একটি অজ্ঞাত মটর সাইকেল চাল নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা দিয়ে ভ্যানের যাত্রীরা ছিটকে পড়ে যায়। এতে সুমাইয়া মুখ ও মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে তাকে মটর সাইকেলে করে দ্রæত সাতক্ষীরা সদর হাসাপাতালে নেওয়া হয়। রাত্র ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুঘটে। সোমবার তার মৃতদেহ গ্রামে এনে নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে।