হোম অন্যান্যসারাদেশ আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে শো-রুমে চুরি হওয়ার ১২ ঘন্টা পর ওসির তৎপরতায় মালামালসহ ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার আটক-২

আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে শো-রুমে চুরি হওয়ার ১২ ঘন্টা পর ওসির তৎপরতায় মালামালসহ ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার আটক-২

কর্তৃক
০ মন্তব্য 78 ভিউজ

এম এম সাহের আলী, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির গোয়ালডাঙ্গা বাজারে চায়না বাংলা শো-রুমে চুরি হওয়া মালামাল উদ্ধার করতে গিয়ে ওই মালামালসহ ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করাসহ ২জনকে আটক করেছে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির।

তথ্য অনুসন্ধানে জানাগেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের চায়না বাংলা শোরুমের পাকা দেওয়াল কেটে ৭টা এলইডি টিভি, ৫টা সিলিং ফ্যান, মোবাইল ফোন ৬০টি, আয়রন মেশিন ২টা, মেমোরি কার্ড ৩০টা, দোকানের বিভিন্ন কাগজপত্র, গাড়ীর লাইসেন্স ও নগদ টাকা সহ সর্বমোট আনুমানিক ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়।

বুধবার সকালে চায়না বাংলা শোরুমের মালিক খেড়ুয়ারডাঙ্গা গ্রামের মৃত আতিয়ার রহমান ফকিরের পুত্র খাইরুল ইসলাম ফকির বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের ব্যাপক তৎপরতায় জামালনগর গ্রামের সিদ্দিক গাজীর পুত্র নুর ইসলাম (চেয়ারম্যান) (২৬) কে আটক করে।

আটককৃত নুর ইসলামের বাড়ী থেকে ২৩টা মোবাইল ফোন ও একটা এলইডি টিভি উদ্ধার করেন এবং চোরের স্বীকারোক্তি অনুযায়ী গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলী সরদারের পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুরের বাড়িতে বাকি মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল সেখানে না পেলেও ওই বাড়ীতে বোতল ফেনসিডিলসহ শাহিনুরের স্ত্রী লিপি আক্তারকে আটক করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন