আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিমের চাচা আলহাজ¦ আঃ সোবহান সরদারের (১০২) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত্র ১১.৩০ টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের আলহাজ¦ ফয়জুদ্দিন সরদারের পুত্র ছোবহান সরদার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন, মরহুমের ছোট জামাতা রবিউল ইসলাম। এসময় খাজরা ইউপি’র সাবেক চেয়ারম্যার রুহুল কুদ্দুছ, বিএনপি নেতা খায়রুল আহসান, প্রফেসর মনিরুজ্জামান মনি, আশাশুনি প্রেসক্লাবের সদস্য বোরহান উদ্দিন বুলু, স্থানীয় ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।