আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড (আরার গোবিন্দপুর) এর ইউপি সদস্য রুহুল আমিন সরদার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—–রাজিউন)।
ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবুল হোসেন সরদারের বড় ছেলে রুহুল আমিন সরদার সোমবার সকাল ৭.৪৫টায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। ইউপি সদস্য রুহুল আমিন আমৃত্যু পর্যন্ত গোবিন্দপুর জামে মসজিদ ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদরাসার সভাপতি ছিলেন। এছাড়াও তিনি তার কর্মজীবনে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, ৩ ভাই সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন গোবিন্দপুর জামে মসজিদের পেশ ইমাম ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদরাসার শিক্ষক হাফেজ শেখ আসলাম আলী। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক টিটুল, এসএম ওমর ছাকী পলাশ সহ বহু হাজী, আলেম, হাফেজ ও শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীসহ ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ।