এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে দিনে দুপুরে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুল্যা গ্রামের সাহাজী পাড়ায় নুর ইসলাম ওরফে কালু সাহাজীর, বাড়ীতে এ চুরি সংঘটিত হয়েছে।
কালু সাহাজী জানান, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কে বা কারা ঘরে ঢুকে শোকেজের ড্রয়ার ভেঙে নগদ ৬০ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন, ২টি হাতের চুড়ি ও ১টি আংটি এবং একটি টাচ মোবাইল ফোন নিয়ে গেছে।
যার নাম্বার(০১৭৮২৬০৮৭৬২/০১৮৭৩৬৫৬৬৬২)। তবে ঘর থেকে চোর বেরিয়ে যাওয়ার সময় কালু সাহাজীর মেয়ে তৈয়েবা খাতুন চোরকে দেখে ফেললে সে ভো-দৌড় দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে তিনি জানান।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কঠোর পরিশ্রমে তিল তিল করে সঞ্চয় করা অর্থ চুরি হওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে অসহায় ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী নুর ইসলাম ওরফে কালু সাহাজী।
s
