আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের পক্ষে কাদাকাটিতে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনা মুলক মাস্ক ও লিপলেট বিতরন করা হয়েছে। বুধবার উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের পক্ষে আ’লীগ নেতা ইউপি সদস্য রমজান আলী ও বড়দল ইউনিয়ন কৃষকলীগ সভাপতি চেয়ারম্যান পদ প্রার্থী সোহরাব হোসেন জনগনের মাঝে এ মাস্ক ও লিপলেট বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাদাকাটি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইউনুছ আলী,আ’লীগ নেতা শহীদুল ইসলাম,উপজেলা যুবলীগ নেতা আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি এম এম সাহেব আলী, কাদাকাটি ইউনিয়ন যুবলীগ সভাপতি আছিব ইকবাল রিপন,সহসভাপতি রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিতরন শেষে করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে রক্ষায় ও ইতোমধ্যে যারা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা সহ আক্রান্তদের সুস্থতা কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক এমএম সাহেব আলী।