আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার আদলতপুর জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
জেলা পরিষদের সদস্য এবং দুর্যোগ, ত্রান, আত্মকর্ম সংস্থান ও এনজিও কার্যক্রম স্থায়ী কমিটির সভাপতি উপজেলা যুবলীগের সেক্রেটারী মহিতুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, সাংবাদিক এমএম সাহেব আলী, উপজেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান খোকন, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল কাদের, সদস্য মোশাররফ হোসেন, আশরাফ সরদার, আনারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৈবার রহমান, মোটর শ্রমিক নেতা হাবিব, শাহিনুর মিস্ত্রিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।