হোম অন্যান্যসারাদেশ আশাশুনির অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর আর নেই

আশাশুনির অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর আর নেই

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা ) প্রতিনিধি :

আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল গফুর(৭২) আর নেই (ইন্নালিল্লাহি——-রাজিউন)। সোমবার বেলা ১২ টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিক্ষক আব্দুল গফুর একজন ক্রীড়ানুরাগী, সদালাপী, হাস্যজ্জল ও সুন্দর মনের মানুষ ছিলেন।

তিনি আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক থাকা কালীন সময়ে আশাশুনিতে খেলাধুলার মান বৃদ্ধির জন্য সবসময় লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে আশাশুনিতে অসংখ্য ক্রীড়াবিদ তৈরি করে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় আশাশুনি ইদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন