হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে স্কাঊটস পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

আশাশুনিতে স্কাঊটস পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

এম এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ স্কাঊটস পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও কোভিট-১৯ এর সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা স্কাউটস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সহায়তা সামগ্রী বিতরণ করেন, সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটস’র উপজেলা কমিশনার আশরাফুন্নাহার নার্গিসের সভাপতিত্বে ও সদস্য মাদ্রাসা শিক্ষক মোস্তাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসান, উপজেলা স্কাউটস’র কোষাধ্যক্ষ ও বুধহাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাজ উদ্দীন, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস কর্তৃক বরাদ্ধকৃত অর্থ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ১০ স্কাঊটস পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা, একটি করে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন