হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সামাজিক দুরত্ব মানছেনা হাট বাজারে আসা মানুষ

আশাশুনিতে সামাজিক দুরত্ব মানছেনা হাট বাজারে আসা মানুষ

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করছে মুসুল্লিরা । অথচ মানছেন না সামাজিক দুরত্ব আশাশুনির বিভিন্ন হাট বাজারে আসা সাধারন মানুষ। এ বিষয় উপজেলা প্রশাসন রয়েছে নিরব। এ ব্যাপারে আশাশুনির বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন কাঁচা বাজারসহ অন্যান্য দোকানের দ্রব্য কেনা কাটা করতে আসা ও ব্যাংকে আর্থিক লেনদেন করতে আসা মানুষের উপছে পড়া ভীড়। এ সব মানুষ আগে কেনাকাটা করে বাড়ী ফেরার জন্য মেতেছে প্রতিযোগিতায়। একে অপরের সাথে ভিড়ের কারনে ধাক্কা লেগে মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য লক্ষ্য করাগেছে। ব্যবসায়ীরা ভীড় সামলাতে না পেরে সামাজিক দুরত্ব বজায় রাখতে দোকান পাট কিছু ক্ষনের জন্য বন্ধ রাখে। অথচ প্রশানের কর্তারা এ সব যেন চোখে দেখতে পাচ্ছেন না। বিকালের সময় বিভিন্ন বাজারের সেলুনের দোকান,চায়ের দোকানসহ কসমেটিক্সের দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করছেন। কিন্তু নিত্য প্রয়োজনীয় মালামালের বাজার ও বিভিন্ন শোরুম সহ কাপড় জুতার দোকানে বেপোরোয়া ভীড় সামাজিক দুরত্ব মানছেন না কেহউ। এ ব্যাপারে প্রশানের কোন পদক্ষেপ নাই। ফলে সামাজিক দুরত্ব বজায় না রাখলে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন