হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের শুভজন্ম দিন পালিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের শুভজন্ম দিন পালিত হয়েছে। গতকাল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলের নিজস্ব কার্যালয়ে নান কর্মসূচির মধ্যে দিয়ে সাবেক রাষ্ট্রপতি দলের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম এ জন্ম দিন পালন করা হয়। জন্ম দিনের কর্মসুচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাবেক রাষ্ট্রপতির স্মরণে তার প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা সহ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। জন্ম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন।

সাধারন সম্পাদক আশাশুনি মহিলা কলেজের পরিদর্শক এস,এম ইয়াহিয়া ইকবালের পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,যুগ্ম সাংগঠন সম্পাদক আব্দুল মান্নান সদস্য আবুল কালাম নজরুল ইসলাম, সদস্য আব্দুল আলিম, ইউনুছ আলী, আশাশুনি সদর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আব্দুর রহিম গাজী, সাধারন সম্পাদক জাকারিয়া হোসেন, বুধহাটা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি রেজবিদান সরদার, প্রতাপনগর সেক্রেটারী আব্দুর রাজ্জাক, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রফিকুল ইসলাম.সেক্রেটারী এমেকুল ইসলাম,আব্দুল হান্নান নজুসহ এরশাদ প্রেমিক উপজেলা ও সকল ইউনিয়ন জাতীয় পাটির নেতা কর্মীবৃন্দ।

অপর দিকে প্রতাপনগর ও কাদাকাটি জাতীয় পাটির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৯৩তম এ জন্ম দিন পালনে কেক কেটে ও দোয়া অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতাপনগর ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি মোর্ত্তাজুল ইসলাম ও কাদাকাটি জাতীয় পাটির আহবায়ক মশিউর রহমানের সভাপতিত্বে জন্ম দিনের কর্মসুচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মাকসুদার রহমান ও সদস্য সচিব জুবাইদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীবৃন্দ। সাবেক রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা দেশ ও জাতী সহ দলীয় নেতা কর্মীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন