এম এম সাহেব আলী আশাশুনি :
আশাশুনিতে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে শোভনালী ইউনিয়ন পুলিশিং বিট কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে ইউনিয়নের শালখালী বাজারে এ বিট কার্যালয়ের উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মাহফুজুর রহমান।
“মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার) এর দিকনির্দেশনায় এ বিট কার্যালয়ের ব্যবস্থা বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানের বক্তারা।
ইউপি সদস্য উদয় চন্দ্র বাছাড়ের সঞ্চালনায় উদ্বোধনী পূর্ব আলোচনা সভায় শোভনালী ইউপি চেয়ারম্যান ম. মোনায়েম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় বিটের দায়িত্বপ্রাপ্ত এস আই ফণীভূষন সরকার, এ এস আই কাওছারুল ইসলাম, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যদবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।