হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান

আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি সাবেক প্রধান শিক্ষক নীলকন্ঠ সোমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মোস্তাকিম বলেন, মহামারী করোনার কারণে এবারের শারদীয় দুর্গোৎসব সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মোতাবেক পালন করতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে মিশে উৎসব করবো। উৎসবের নামে কেউ যেন কোন প্রকার অসামাজিক কাজ করতে না পারে তার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে।

আশাশুনি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্যর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি প্রভাষক সুবোধ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শিক্ষক কালিপদ রায়, সমীরণ বিশ্বাস। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মোতাবেক এবারের দুর্গোৎসব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন