হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে রোকেয়া দিবস পালিত

আশাশুনিতে রোকেয়া দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে নানা আয়োজনে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, দিবস পালিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা, পরিষদ ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা সম্মাননা ক্রেস্ট,অনুদানের চেক ও ঋণের চেক বিতরণ সভার আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার, সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের, সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় অংশগ্রহণ করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লীসমাজ সহায়তা ও জয়ীতা নারী সংগঠন ও উপজেলার অন্যান্য নারী সংগঠন। সভা শেষে পাঁচটি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে সাফল্য অর্জনকারী, শ্রেষ্ঠ পাঁচজন নারী জয়ীতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী সুষমা রানী সরকার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেবা শিবানী মুখার্জি, সফল জননী রেনুকা রানী গাইন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী জেবুন্নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান ও অগ্রণী ভূমিকা রাখায় নারী কামরুন্নাহার রিনাকে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ৩৩ জন নারী উদ্যোক্তাকে ৪৮ হাজার টাকা ঋণ ও ৭টি সংগঠনকে ২লক্ষ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন