আশাশুনি প্রতিনিধি :
মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দুরত্ব বজায় রাখুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন” মাক্স ব্যবহার করুন, নিজে বাঁচুন পরিবারসহ অন্যদের বাঁচান, এ প্রতিপাদ্য নিয়ে আশাশুনিতে সাধারন মানুষের মঝে মাক্স ও সাবান বিতরন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (রাবিয়ান)’র অর্থায়নে ও আয়োজনে মঙ্গলবার আশাশুনি থানা সড়কে এ বিতরন কর্মসূচি পালন করা হয়।
মাক্স বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানীত অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ আলহাজ্জ রুহুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার যুগ্ম আহবায়ক সহঃ অধ্যাপক নুর মোহাম্মদ, রাবিয়ান সদস্য সচিব হাবিবুল আলম, বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড: শিহাব উদ্দীন, রাবিয়ান’র তালা প্রতিনিধি সহঃ অধ্যাপক শহীদুল ইসলাম, সহঃ অধ্যাপক মাখন লাল দফাদার, রাবিয়ান’র তালা প্রতিনিধি সহ: অধ্যাপক শহীদুল ইসলাম, প্রভাষক এস,এম ফিরোজ আলম, শাহাদাৎ হোসেন টিটল, হাফেজ বাকি বিল্লাহ, নিত্যানন্দ ঢালী, আলমগীর মাছুদ, রবিউল ইসলাম, মহিলা কলেজ গোপাল চন্দ্র হালদার, রতন অধিকারী, ব্যবস্থাপক ইকবাল হোসেন, শিক্ষক আঞ্জুয়ারা খানম, ফার্মাসিষ্ট মোজাম্মেলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।