হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

আশাশুনিতে মোবাইল কোর্টে জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 122 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৪ যানবাহন চালককে জরিমানা এবং প্লাবিত মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা ও পনি বিতরণ করা হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক শ্রীউলায় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ টি মামলায় ১০০০ টাকা জরিমানা করা হয়। বড় দুর্গাপুর গ্রামের শাহিনুর মিস্ত্রীর পুত্র মোটর সাইকেল চালক গোলাম রসুলকে ৩০০ টাকা, শ্রীকলস গ্রামের জয়নাল আবেদীনের পুত্র ইজিবাইক চালক মাহবুবকে ৩০০ টাকা, আশাশুনি সদরের রবিউল ইসলামের পু মোটর সাইকেল চালক মেহদী হোসেন রাজুকে ৩০০ টাকা ও কমলাপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র ইঞ্জিনভ্যান চালক আলমগীরকে ১০০ টাকা মোট ১০০০ চাকা জরিমানা করা হয়। পাশাপাশি শ্রীউলা ও প্রতাপনগরের কোলায় পানিবন্দি মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন