হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে মৃৎশিল্পী ও ভাস্কর্য নির্মাণকারী শিল্পীদের সম্মেলন

আশাশুনিতে মৃৎশিল্পী ও ভাস্কর্য নির্মাণকারী শিল্পীদের সম্মেলন

কর্তৃক
০ মন্তব্য 92 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে মৃৎশিল্পী ও ভাস্কর্য নির্মানকারী শিল্পীদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের কালীমন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তপন মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের শুরুতে গীতা থেকে পাঠ করেন, প্রবীন ভাস্কর আনন্দ মোহন মন্ডলে।

বিকাশ মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন, শ্যাম বৈদ্য, তপন মন্ডল, উত্তম পরামান্য, সুশান্ত মন্ডল, প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে অমর কুমার ঢালীকে সভাপতি ও তারক চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া তপন মন্ডল, আনন্দ মোহন মন্ডল কে সহ-সভাপতি, উত্তম পরামান্যকে সাংগঠনিক সম্পাদক, মৃণাল কান্তি মন্ডলকে সহ সাংগঠনিক সম্পাদক, শ্যাম বৈদ্যকে কোষাধ্যক্ষ, বরুণ কুমার সানাকে সহ কোষাধ্যক্ষ, দেবাশীষ চক্রবর্তী ও মঙ্গল চন্দ্র কে যুগ্মসম্পাদক, দিলিপ মন্ডলকে দপ্তর সম্পাদক ও প্রকাশ মন্ডলকে সহ দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন