এম এম সাহেব, আলী আশাশুনি :
আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উদ্বোধনকালে প্রধান অতিথি এবিএম মোস্তাকিম বলেন সবুজ বনায়ন গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেকের কমপক্ষে তিনটি করে বৃক্ষ রোপণ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণ এর মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টি করাই আমাদের একমাত্র লক্ষ হওয়া উচিত। উপজেলার প্রকৃত চাষীদের ভিতর ১০০টি ফলজ বৃক্ষ চারা বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরুণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, জুনিয়ার কৃষি কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।