হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের ঝটিকা অভিযানে ৪ জুয়ারী সহ আটক ৬ ১০০ পিচ ইয়াবা উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে ৪ জুয়ারী সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার রাতে মাদক ও সন্ত্রাসের আতঙ্ক আশাশুনি থানার ন্যায় নিষ্ঠাবান মানবিক ওসি মোহাম্মাদ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে সাহসী ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসাইন, এসআই ইমরান হোসেন, এএসআই মারুফ হোসেন, আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষাসহ মাদক, জুয়া, চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারে ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমরান, এএসআই মারুফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাটাখালী গ্রামের আনিছুর রহমান সানার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামী বুলবুল সানা(৪৫)কে কাদাকাটি ইউনিয়নের শ্রীরামকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইয়াবা বেচাকেনার সময় তাকে ১০০পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করেন।

এছাড়া এসআই ইমরান হোসেন, এএসআই মারুফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দরগাহপুর এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় পশ্চিম দরগাপুর গ্রামের আব্দুল কাদের গাজীর পুত্র মিঠু গাজী(৩৮), মোঃ ফজলু গাজীর পুত্র আমান উল্লাহ গাজী(২৭), শ্রীধরপুর গ্রামের শামছের গাজীর পুত্র মিঠুন গাজী(২৮), খাসবাগান গ্রামের মৃত শহিদুল গোলদারের পুত্র সবুজ গোলদার(২৫), কে আটক করে। এএসআই আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের উজির আলী গাজীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী জিআর ৬৬/১৮নং মাদক মামলার আসামী শাহাদৎ হোসেন গাজী(৪০)কে আটক করেন।

এব্যপারে এএসআই মারুফ হোসেন বাদী হয়ে জুয়া খেলার অপরাধে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এঘটনায় এএসআই মারুফ হোসেন বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বুলবুল সানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আটককৃতদের গতকাল কোর্ট হাজতে প্রেরন করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন