এমএম সাহেব আলী,আশাশুনি প্রতিনিধি ;
ঘূর্নিঝড় আম্পান নিয়ে আশাশুনি উপজেলা সতর্ক করে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মাইকিং করেছেন। মঙ্গলবার দুপুরে সতর্ক করে মাইকিং করেন। তিনি জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগারগাঁও এর তথ্য মতে ঘূর্নিঝড় ” আম্পান বাংলাদেশের উপকূলের দিকে ধেঁয়ে আসছে। আজ মধ্য রাতের পর যেকোন সময় ঘূর্নিঝড়টি উপকূলীয় জেলা গুলোতে আঘাত হানতে পারে। ঘূর্নিঝড়টির সাথে উচ্চ জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে, যা জন জীবনকে মারাত্বক ভাবে বিপর্যস্থ করতে পারে। ফলে আশাশুনি উপজেলাবাসীকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করে যানমাল রক্ষা করার জন্য এবং প্রয়োজনীয় শুকনা খাদ্য সামগ্রী ও খাবার পানি সাথে রাখার জন্য এবং নিকট তম আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল। যে কোন দূর্যোগ ও বিপদে আশাশুনি থানা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। এ সময় তার সাথে ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই হাসানুজ্জামান,আশাশুনি রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি এমএম সাহেব আলী, ইউপি সদস্য অমৃত সহ থানা পুলিশ সদস্যবৃন্দ।